যদি হাত বাড়াও
- ফয়েজ উল্লাহ রবি

যদি হাত এক বাড়াও তুমি, বাড়াবো যে দু’হাত,
একটু হেসে বললে কথা চলবো সঙ্গে দিন-রাত।
যদি এক চোখেতে রাখো, রাখবো যে দু’চোখে,
কাছে এলে ভালোবেসে পাবেই সুখে-দুঃখে।
চললে সাথে কদম যে দুই, বাড়াবো চার কদম,
হাত রেখে হাত কাটবে জীবন তোমার হয়েই অধম।
জমিন তোমার ফলতে ফসল দাও যদি মন লিজ,
বর্বরতায় সাজবে ভুবন বুনবো নতুন বীজ।
তোমার চোখে চেয়ে যদি কাটে বাকী জীবন,
ভালোবেসে হাসি মুখেই করবো মৃত্যু বরণ।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৪ শ্রাবণ ১৪২৪, ১৯ জুলাই ২০১৭


০৩-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।