কোন সে গান গাইছ তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কোন সে গান গাইছ তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০২-০৫-২০২৪ ইং
*****************************
কোন সে গান গাইছ তুমি তীব্র উচ্চতান ?
কি সে আশা, কি সে নেশা ওরে সন্তান ?

দেখি না তো তোমার তরে সূর্যমূখী ফুল,
কোন সে পথে ছুটছো তুমি হারিয়ে নদীর কূল।
কেন তুমি পথ হারিয়ে নবীণ আলোক উষা?
হারিয়ে যদি যাওগো তুমি পূরণ হবে আশা?

ওই যে ওই বিজয় কেতন রক্ত স্রোতে আসা,
তোমার হাতে তুলে দিলাম আমার ভালবাসা।
কিসের ভয় !কিসের ডর ওরে পালোয়ান !,
বজ্র কণ্ঠে পিতার সুরে গাওরে দেশের গান।

কলম ওই শক্তি রবি, জ্ঞান তোমার মুক্তি,
তবে কেন মাদক নেশায় কর তুমি চুক্তি ?
কোন সে গান গাইছ তুমি তীব্র উচ্চতান ?
লেখা পড়া ছুঁড়ে ফেলে কিসের কলতান?

--------------------------------------------


০৩-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।