কোন কাননের ফুল
- ফয়েজ উল্লাহ রবি

কোন কাননের ফুল গো তুমি কোন কাননের ফুল,
চম্পা বেলী কৃষ্ণকলি জুঁই জবা গোলাপ দোল।
ঐ রূপসী গায়ের মেয়ে কোন সে পথে যায়,
মিষ্টি হেসে মুখ লুকিয়ে রাঙ্গা দুই টি পায়।
হাত রেখে তার দু’হাতে আজ সাজবে সুখের ঘর,
তার মায়াতে মজে এই মন ভুলে আপন-পর।
রূপের যে কি বাহার তোমার দেখেই মুগ্ধ নয়ন আমার,
ভাবনাতে এই কাটছে জীবন ভেবেই বন্ধ হচ্ছে আহার।
তীরের খুঁজে আঁধার মাঝে প্রেম সাগরে জীবন সাজে,
নীড় খুঁজে পাই শূন্য মাঝে ভালোবাসার সুর যে বাজে।।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭


০৬-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।