তোমার কাছেই শেখা
- ফয়েজ উল্লাহ রবি

মনের ঘরে বসত করে দেয় না তো সেই দেখা
কেমন করে দূরে থাকে? তোমার কাছেই শেখা।
বুঝে গেছি কতোটা আর থাকবে হাতে রেখা।

কতো পাষাণ বন্ধু তুমি জানে সবই অন্তর্যামী,
বোকা হয়ে ধোঁকা খেলাম ভেবে তোমায় দামী।
সুখ শহরে পৌঁছতে তারে রইল আমি বেনামী।

দূরে-দূরে সরে থাকে কয় না যে সে মনের কথা,
গুমরে মরে মনের মাঝে জমানো সেই দুঃখ ব্যথা।
কান্না সাগর ভাগে পেলাম সব আয়োজন অযথা।

আমি ভাবি আপন তারে সে যে ভাবে আমায় পর,
ভাঙ্গে সে সুখের বাসা বাঁধি আমি ভালোবাসার ঘর।
তার হাতে হাত কেটেছে রাত এখন আমি যাযাবর।

ছল দেখিয়ে মন কেড়েছে হৃদয় দিলো দোলা,
ভালো মানুষ আমি বন্ধু বড়ই ভালো পোলা।
জীবন আমার তোমার সামনে সবটাই তো খোলা।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭


০৬-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।