বেদের মেয়ে জোছনা
- ফয়েজ উল্লাহ রবি

বেদের মেয়ে জোছনা ছিলো, এখন হলো নাম জেসি,
লেখা-পড়া শিখে মর্ডান, দেখতে যেনো ভিনদেশী।
বাঁশির সুরে আসেনা আর কাঁখে নিয়ে কলসী,
বদলে গেছে জীবন ওদের সত্যি করেই বলছি।
ছেড়ে নদীর ঘাট বেদে পল্লী, বসত গ্রাম শহরে,
এক রকমই জীবন কেনো কাটবে বলো আহারে!
এসেছে সে নতুন আলোয় দূর করে যে কালো,
অভাব থেকে মুক্তি মিলে, বেদে আছে ভালো।
সাপ নাচিয়ে পেট চলে না নিয়েছে অন্য পেশা,
থাকবে সুখে হাসবে জীবন ছিলো যে সেই ভরসা।
ফিরবে সভ্যতার এই বাজারে মনে ছিলো আশা,
ভুলে সেই দিন গুলো আজ জীবন ছিলো শুধুই দুরাশা।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭


০৬-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।