না বলা কথা...
- অথই মিষ্টি

এই ছেলে শুনছো!
এ তুমিই আমার সে স্বপ্নে দেখা
আদর্শবান, সুদর্শন, সুন্দর স্বভাবের নিখুঁত সুপুরুষ।
হ্যাঁ, এ তুমিই আমার সেই সে রাজপুত্র
যাকে আমি আমার স্বপ্নে দেখেছিলাম
সে এক গাঢ় অন্ধকারের কাঁদা বিহিন সাদা ঘোড়ার পিঠে বীরপুরুষের মতো শক্ত করে চেপে বসে,
টগবগ টগবগ শব্দে আসছিলে ধেয়ে
অতিদ্রুত বেগে আমার নিকটে...

জানি, তুমি নও কোনো সুবিশাল রাজ্যের একমাত্র রাজপুত্র।
নও তুমি জানি, সেই সব গুনের অধিকারী।
নাই তোমার দ্রুতবেগ চলমান নিখুঁত সাদা ঘোড়া।
হ্যাঁ, না তুমি ততটা সুদর্শন আর পরিপাটি যা আমি স্বপ্নে দেখেছি।

কিন্তু,
এই ছেলে শুনো!
তুমি তোমাতেই অসম্ভব আর অপরিকল্পিত সুন্দর।
তোমার নয় হয় তো উপমা
আমার ধরা বাঁধা স্বপ্নের মাঝে।
তবুও তুমি সুন্দর হে,
তোমার সকল কাজে...।


০৭-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।