সুর সেই আদি
- ফয়েজ উল্লাহ রবি
তুমি দূরে আমি পাছে সদাই আশে-পাশে,
মেঘ আর বৃষ্টি ঝড়ো রাতে তুমি-আমি কাছে।
দিন কিবা রাত তুমি-আমি ভালোবাসা মাখামাখি ,
এই যে আসা মিছে তো নয় ভালোবাসা আরো বাকী।
কাছে এসো ভালোবেসে আছি বসে আসো যদি?
আমি একা তুমি একা; গায় পাখি গান সুর সেই আদি।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১০ শ্রাবণ ১৪২৪, ২৫ জুলাই ২০১৭
০৭-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।