কোথায় যাস রে নদী?
- ফয়েজ উল্লাহ রবি

ও নদী তুই মানের কথা বলবি কিনা বল?
এঁকে-বেঁকে একেলা পথে কোন ঠিকানায় চল।
ও নদী তোর ঠিকানা নয় তো অজানা
সাগর জলে মিশে রে তুই হবি অচেনা।
বুকে নিয়ে এতো জল,
আর কতো কাল চলবি বল?
এতো উদাস থাকিস রে তুই মন হারায় হারায় তোর ঢেউয়ে
ও নদী তোর মনের কষ্ট কতো জানলো কিনা সাগর
ও তোর দুঃখের জলে সাগর সাজায় ঘর,
মিশে তোর জলের সাথে তোরে ই করে পর।
ও নদী তুই বয়ে চলছি পাহাড়ের সব কান্না
মানুষ যারে বলে সোনালী ঝর্ণা,
কভু তুই রেগে গিয়ে বাঁধ ভেঙ্গে যে নিয়ে আসিস বন্যা।
ও নদী তোর এঁকে-বেঁকে পথ চলা যে মিষ্টি মধুর সুরের মূর্ছনা
হাঁটু জলে তোর বেঁচে থাকা কতো বড় যন্ত্রনা,
জেগে উঠ তুই যে নিয়ে নতুন বাঁচার মন্ত্রণা।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৪ শ্রাবণ ১৪২৪, ২৯ জুলাই ২০১৭


০৮-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।