নরপশু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নরপশু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৯-০৫-২০২৪ ইং
*********************
শুন রে দুঃখের কথা, নরপশু ভাইরে-
মেয়েটার প্রাণ বুঝি বেশীক্ষণ নাই রে।
কেমন করে গেলি তুই এমন সর্বনাশে!
তোর যৌবন ত্রাসে, আজ পশুরাও হাসে।
কত মৃত্যু দেখি তোর এই নোংরা যন্ত্রে।
কেন তুই জাগিলি পশুত্তের যৌবন মন্ত্রে?
তোর বউ- বোন -মা যদি ধর্ষিত হত বারবার,
তুই কি চুপছে থাকতি হে নরপশু কুলাঙ্গার ?
তোর মনুষ্যত্ত রে কোথায় করলি নিরুদ্দেশ ?
কেন মেয়েটিকে রক্তাক্ত করলি অনিমেষ?
তুই মানুষের অবয়বে ন্যাংটা কুকুরের ছন্দে!
তুই অসভ্যতার মূর্ত্ প্রতীক রন্ধে রন্ধে
তুই নরপশু !তোরে ধিক ধিক !
তোর হতে মুক্ত চাই দিকে হতে চৌদিক।
--------------------------------------
০৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।