ঘুরপাকে ঘুরে চলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ঘুরপাকে ঘুরে চলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ১১-০৫-২০২৪ ইং
******************************
শুন রে মৃত্যুর কথা, শুন বলি ভাইরে-
কখন যে ডাক আসে কারো জানা নাইরে।
ফেলে দিয়ে দেহখানি প্রাণ সে আরশে,
বিধাতার ডাক শুনে পৃথিবী ছাড়ে সে !
কখন যে দিবে ডাক যমদূতের যন্ত্রে
কারো প্রাণ নাহি জানে জগতের মন্ত্রে ।
হঠাৎ ই ধেয়ে আসে এ কেমন কারবার?
তবু প্রাণ ছুটে ব্যাকুল নশ্বরে বারেবার ।
কোথা থেকে এল প্রাণ, কি তার উদ্দেশ?
এ ধরা চির নয় কোন সে তার দেশ?
এ প্রাণ নাহি বুঝে কত আসে কত যায় !
ঘুরপাকে ঘুরে চলে চিরন্তের পথ হারায়।
-------------------------------------
১১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।