ওরে স্বপ্নের জুটি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওরে স্বপ্নের জুটি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৩-০৫-২০২৪ ইং
*********************
ওরে স্বপ্নের জুটি সততা নিয়ে দিতে হবে পাড়ি,
জনতা স্বপ্ন বুঁনিছে তোদের ঘিরে- হে কান্ডারী।

কাপাসিয়ার ধূলো মাটি হতে এসেছে আদেশ—
ভেঙ্গে দে- গুড়িয়ে দে- অশুভের যত রাহুগ্রাস!
তোরা বঙ্গ তাজের রক্ত প্রবাহের ‍উত্তাল তরঙ্গ,
তোরা বঙ্গ বন্ধুর দুর্বার সেপাহী সালার এই বঙ্গ ।

সঞ্চিত দেশ প্রেম নিয়ে সততাকে কর পুঁজি,
এই ভেবে জনতা কান্ডারী করিছে তাই বুঝি।
ওরে তুমুল ঘূর্ণি ঝড় তুফানের মাঝখানে,
স্বপ্নের তরী নোঙ্গর কর সমুদ্র তীর পানে।

ওরে ভয়ঙ্কর তরঙ্গ রাশি দিতে হবে পাড়ি,
দূর্গে দূর্গে স্বপ্ন বুঁনিছে তাই যা ঘর ছাড়ি।
ভয় নেই! ওরে ভয় নেই নব উষার স্বর্ণদ্বার,
তোরাই স্বপ্নের জুটি করিস না রে বিলম্ব আর।
---------------------------------------


১৩-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।