ঝটিকা অভিযান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ঝটিকা অভিযান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
হে যুবক, অশুভ তরঙ্গের সাথে লড়ি,
ঘূর্ণি ঝড়ে বেয়ে যেতে হবে তোর তরী।
উড়ায়ে দিতে হবে মানব মুক্তির পাল,
দৃঢ় সত্য পথে থেকে ধরতে হবে হাল।
সম্মুখে অসীম সমুদ্রতীর, অজানা হুঙ্কার,
তবু চালাতে হবে ঝটিকা অভিযান বিস্তর।
তুই তো জনতার লাগি
তোকে উঠতেই হবে জাগি।
বজ্র কণ্ঠে কণ্ঠে করে যা সত্যের আহ্বান।
জনতা তোর দিকে চেয়ে গায় মুক্তির গান।
চৌদিকে স্বপ্ন বুঁনিছে নবজীবনের অভিসারে,
গর্জে উঠ নব আলোর সন্ধানে এই অন্ধকারে।
যত দুঃখ, যত পাপ, যত অমঙ্গল
তোর পরশে মুছে দে যত অশ্রুজল।
------------------------------------
১৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।