চৌদিকে ছিনতাইকারী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
চৌদিকে ছিনতাইকারী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
চৌদিকে ছিনতাইকারীরা উঠিছে তরঙ্গিয়া,
ঠিক প্রশাসনের নাকের ডগায় উল্লঙ্ঘিয়া!
পথিকেরা পথে পথে ভয়ে কম্পিত অশ্রুজল,
বাস ট্রেন লঞ্চে পথ ঘাটে অস্রের কোলাহল।
ছিনতাইকারীরা রাষ্ট্র যন্ত্ররে ব্যঙ্গ করি,
বুকে বুকে ঢুকে দেয় মরণের ছুড়ি।
চৌদিকে নিরাপত্তার শুন্যতায় বঙ্গে হাহাকার!
ওরা দেখে শুধু চেয়ে দেখে পথিকের চিৎকার।
হে কান্ডারী, পথিকের বুক ভরা দুঃখ অবিরত,
অপমৃত্যুর ডাক শুনে পথ ঘাটে নিয়ত!
ভয়ঙ্কর ছিনতাইকারীর দল- এ কার পাপ?
স্বাধীন দেশ তবু পথিকের নাই কোন মাপ!!
-----------------------------------------
১৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।