ওদের দেখলেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ওদের দেখলেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
ওদের দেখলেই ভয় আসে ঘনায়,
স্বপ্ন জাগে না হৃদয়পুঞ্জে নব উষায়!
অস্থি মজ্জা ঘিরে আছে উদ্ধত অন্যায়,
কোন নিয়ম শৃঙ্খল নেই জীবন ধারায়।
ঠিক হিংস্র জন্তুর মত ভয়ঙ্কর !
লাগামহীন ছুটে চলে বঙ্গ প্রান্তর।
ওদের থামাবার কেউ নেই এই বঙ্গে,
পাখির মত উড়ে নানা রঙে- নানা ঢংগে।
কোন নাটের গুরুরা ওদের সঙ্গে !
কুটিল অংক কষে চোখ রাঙে।
ওরা কার সহযোগী- কার হাতিয়ার !
জনতার চিত্তে ক্ষোভ, কেউ নেই দেখে আর।
ওদের দেখলেই ভয় আসে ঘনায়,
কারা ওদের লালন করে এই মাতৃছায়ায়?
-----------------------------------
১৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।