অন্যায়ের বিরুদ্ধে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

অন্যায়ের সঙ্গে আপোষ করে
বাড়িও না নিজের পাপ,
জেগে উঠো রেগে উঠো
মোচন করো ভয়ের শাপ।

অন্যায় কে আশ্রয় দিলে
সত্যের হবে ক্ষয়,
যা হবার হবে
অন্যায়ের সঙ্গে আপোষ নয়।

শাসক হোক শোষক হোক
যেখানে ন্যায় দূর্বল,
সেখানে গিয়ে লড়াই করো
দৃঢ় করে মনোবল।


16/05/2024 12:09 pm


১৭-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।