থাকবে পাশে ?
- ফয়েজ উল্লাহ রবি

থাকবে পাশে ভালোবেসে দিয়েছো আশ্বাস,
মন দিয়েছি মিষ্টি কথায় করে যে বিশ্বাস।
চিঠি দিয়ে প্রীতি মনে করো বসবাস,
দূরে থেকে সুরে থাকো; ফুলে আমার শ্বাস।
ভালবাসা হীন যে এখন কাটে বারোমাস,
তোমায় ভেবেই এই জীবনে নামলো সর্বনাশ।
যে আকাশে উড়ে ঘুড়ি খোঁজে প্রেমের নুঁরি,
তোমার সাথে উড়তে গিয়ে পথে-পথে ঘুরি।
হাত বাড়িয়ে হাতটি ধরে হতে গিয়ে স্বজন,
পথ হারানো পথিক যে আজ করছে সাথী ভজন।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭


১৮-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।