অশ্রুজলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অশ্রুজলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৮-০৫-২০২৪ ইং
******************************
ধীরে ধীরে পাতা ঝরিছে তবু পিছনে ফিরে,
যৌবনের তরঙ্গ উঠে ভেসে অযূত ভীড়ে।
গোধূলী আভা ধরিছে জীবনের টুঁটি চেপে,
সন্ধ্যার ছায়া আসিছে নেমে ক্ষেপে ক্ষেপে।
তবু ফিরে তাকাই প্রভাতের সোনালী উষায়,
যদি প্রখর রৌদ্রটা ফিরে আসে পূণরায় !
জোড় মিনতি করি তবু নদী বয়ে চলে-
অসীম দিগন্ত পথে আমারে কোলে তুলে।
কি অনুপম ! তবু বিরহের ধূসরতায়
আমি ছুটেছি অবনিশ্বরে - নশ্বর হারায়।
এই জীবন প্রকৃতির রঙে আঁকা থাকে,
ঝর্ণা ধরার মত বয়ে চলে বাঁকে বাঁকে।
এই পৃথিবীর অথৈ জলে
জীবনের তরী হবে বিদায় অশ্রুজলে।
--------------------------------------
১৮-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।