মুক্তি তোমার রহম তলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মুক্তি তোমার রহম তলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৮-০৫-২০২৪ ইং
******************************

মাঝি বেয়ে চলে তরী তরঙ্গের বুকে বুকে,
অথৈ জলে ঠাঁই নেই তবু ছুটে বাঁকে বাঁকে।
অতুল্য দাড় টানে পাল তুলে নির্ভূলে
যদিও বৈরী তবু নাহি না বলে।

হে মাঝি মাল্লা -লাশারিক আল্লাহ!
চিনে নাও লুফে নাও তাঁর প্রিয় রাসুলুল্লাহ!
তরী যদি থেমে যায় অথৈ জলে ডুবে
দিয়ো কো না হাল ছেড়ে দূর্বল ভেবে।

মুক্তি তোমার রহম তলে হে মাঝি মাল্লা,
ভরসা কর তাঁর উপর যিনি মাবুদ আল্লাহ।
----------------------------------------


১৮-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।