ভয় কবি না অছিলা
- আলমগীর সরকার লিটন
কি অছিলায় জন্ম হইলাম
কি দেখছি, শুনছি- কিছু বুঝি না
কি অদ্ভুত অছিলা ছাড়া মৃত্যু হবে না
যে কোন- না কোন অছিলা আসবে
মৃত্যুর ঘুম, মন চোখের পাতে
চাঁদ সূর্য জাগাতে পারবে না আর
না পারবে প্রেমিকের প্রণয় ইশারা
গভীর চুম্বী! অছিলা ঘরের চারপাশ
কখন করবে আলিঙ্গন, ভাবতে পারো
আমিও জানবো না, জানবে না কেউ-
একটা অছিলা করে দিবে সর্বনাশ
তবু এতটুকু ভয় করি না অছিলা।
০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে’২৪
১৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।