তোর প্রেমে বাঁধা
- ফয়েজ উল্লাহ রবি
প্রেমের ডোরে বাঁধা পড়ে কাঁদলাম জনম ভর,
আপন তোরে করতে গিয়ে হইলাম শুধুই পর।
আশা ছিলো মনে-মনে বাঁধবো সুখের ঘর,
আপন তোরে করতে গিয়ে হইলাম শুধুই পর।
ও তোর জীবন বেঁধে জীবন কাটবে সুখে দিন,
সেই তুই চলে গেলি একেলা পেলে কেমনে বাঁচি তোরে হীন।
ও তোর সুখে সুখি হতে ছাড়লাম যে সব এলো কালো রাত
ও তোর দুঃখের ভাগে ভাগি হতে বাড়িয়ে দিলাম হাত।
ও তোর প্রেম অনলে জ্বইল্লা গেলাম জলের দেখা পাইলাম না,
ব্যথার আঘাত দিলি শুধু প্রেম তো আমি দেখলাম না।
ও তোর মনের খবর কেমনে রাখি থাকিস রে তুই দূরে,
কান্দে যে মন তোর বিরহে আয়রে বন্ধু ফিরে।
যে প্রেমেতে লাইলী মজনু শিরি-ফরহাদ করলো জীবন দান,
সে প্রেমেতে মজেই আমি গাইবো ভালবাসার গান।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭
১৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।