শান্তির বাণী কয়ে বেড়াব রোজ
- নাহিদ সরদার
শান্তির বাণী কয়ে বেড়াব রোজ
নাহিদ সরদার
আত্মসংযমের পথ খুলে দিলে
বুভুক্ষু দিন কাটাই
এইবার ভালো হয়ে গেলে
কসম করছি - শান্তির বাণী কয়ে বেড়াব রোজ
কাচের বোয়েম ভেঙে গেলে
উড়ে যায় শয়তান
অপরাধ হেতু
রমণীর মুখে শ্লোক শুনে
শুয়োর হয়ে মরে যায় বাপটা
আমি তার বাচ্চা হয়ে মাখি ভেলকি আতর
মসজিদ থেকে আসে তারাবির ডাক
এইবার ভালো হয়ে গেলে
কসম করছি - শান্তির বাণী কয়ে বেড়াব রোজ।
২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।