একটা রাত কেটে যাবে বাতাসে ভালোবেসে
- নাহিদ সরদার
একটা রাত কেটে যাবে বাতাসে ভালোবেসে
নাহিদ
পোয়াতি চাঁদের আলো - মাঝরাত
ঘুমন্ত চোখে তার তাপের ক্লান্তি
চুল উড়ায় তালপাতার পাখা মোহিনী আবেশে
একটা রাত কেটে যাবে বাতাসে ভালোবেসে।
নিদ্রাহীন শুনি বৃষ্টির আলাপন
সমুখে বিবস্ত্র দেহখান - স্থির
চিরন্তন তুমি নাম খুঁজে পাই অবশেষে
একটা রাত কেটে যাবে বাতাসে ভালোবেসে ।
ভোরের জীবন ফেলে - একটা জোনাক জ্বালি
খিল খুলি অন্ধকারে -
সোনালী অতীত ফিক করে হাসে
একটা রাত কেটে যাবে বাতাসে ভালোবেসে।।
২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।