ফাঁকা প্রান্তর
- নাহিদ সরদার
ফাঁকা প্রান্তর
নাহিদ
ঘরের দক্ষিণ পাশে শিরিশ গাছটা
আমার সমান বয়সের ছিল
বাড়ন্ত এই গাছের ডালপালা পাতা ফুলেদের সাথে হতো নিত্য আলাপ
চন্দ্রিমার চকচকে আলোয় হাসত ওরা খিলখিল করে
দক্ষিণার বাতাসে যখন দুলে দুলে দোল খেত পাতা
কোকিলের কণ্ঠে তখন রাতের স্তুতি
আর আমি
অপেক্ষা করতাম ভোরের
ভোরের আলো ফুটলে কুড়াতাম শিরিশের বিচি
তারপর উনুনের তাপে সেদ্ধ বিচিগুলো আমার আহার
ভালোইতো চলছিল সব
একদিন যেখানে পড়তো ছায়া
আজ সেখানে বিষাক্ত রোদ
দক্ষিণ পাশাটা খাঁ-খাঁ মরুভূমি যেন
হারালাম আমার বাল্যকাল
সামনে পেলাম ফাঁকা একটা প্রান্তর।
২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।