প্রিয়ার আঁচিল ছিঁড়বে প্রেমিক মন
- নাহিদ সরদার
প্রিয়ার আঁচিল ছিঁড়বে প্রেমিক মন
নাহিদ
সকাল হলেই
বড় মাঠের শিশির ভেজা ঘাসে বিজয়ের শোডাউন
শৃঙ্খলার যাবতীয় নিয়ম মেনে হেঁটে যাবে ইউনিফর্ম
শিশু নিকেতন ফেরত সন্তান
মায়ের কাছে শিখে নেবে একটা লাল সূর্যের গল্প
বিকেল হলেই
প্রিয়ার আঁচিল ছিঁড়বে প্রেমেকি মন
অথবা সোডিয়াম আলোয় একজন বেকার খুঁজে নেবে চাকরির পেপার
সারা সন্ধ্যে ঘুরে একটা শালগম ব্যাগে পুরে ঘরে ফিরবে একজন শ্রমিক
বিজয়ের খবরে চাপা পড়ে যাবে দ্রব্যের দাম।
পরের দিন পত্রিকার পাতায় আমরা দেখব বাংলাদেশ
যার রঙ লাল সতেজ সবুজ কিন্তু রুগ্ন নয়।
২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।