আজকাল কবি ও কবিতা
- মোঃ মুসা (গাংচিল)

কবিতার উপাদান/ আছে নাকি কম,
তবু যেন ছাই লেখে/ কবি হরদম।
ফুলে ফুলে মাঠ ঘাট/ পাখি ডাকা ডাকি,
কি একটা নেই নেই/ যত চেয়ে থাকি।
এত এত কবিতার/ কবি কয়জন,
কবিতা লিখে গেলেন/ ধরে নাকো মন।

কাক,ডাকে কা কা খুব/ দুপুরের দেহে
কবিদের মন নাকি/ ছেলে নাকি মেয়ে,
কাকের বিষ্ঠায় নাকি/ কবিতার গুণ,
আজকাল কবিতায়/ নাই দেয় নুন।

কত কত পরিশ্রম/ মাথা ধরা ঘামে,
ত্যক্ত পাঠক যখন/ দুঃখ তাই নামে।
ছন্দের হাতেখড়ি টা/ যদি যান শিখে,
হতে পারে ভালো কিছু/ যা পারেন লিখে।


২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।