আমাকে তার মনে ধরে না
- মোঃ মুসা (গাংচিল)

মনে ধরে তাকে আমায় ধরে না
আমি যে তারেই মনের মত না
মনের কিনারে যদি হতো ঠাঁই,
হারাতে দিতাম তোমাকেই হাই.......

বলে কয়ে কেউ জীবনেই আসে
হঠাৎ এসেই রয় ইতিহাসে,
আমি তো জানিই যে চোখ পড়ে না
আমাকেই যেন তার মনে ধরে না।

বার বার মন বদলায় কেউ
সবাই পারলে আমই পারি না
নিজেকে ছেড়েছি তাকে তো ছাড়িনা।

কোন স্বার্থের নাই লেনাদেনা
জানি সে আমার কখনো হবে না
তবুও আমই ভুলে তো যাবনা..

হয়তো তারই মনে ধরে তাকে
মোটা তাজা লোক লাম্বা বৃক্ষ,
ঝুলে যাবে যেন শুধু ডাল ধরে
কেন আমাকেই এখানে ধরবে.....

আমাকে ছুড়েছে রুচিহীন ঢিলা,
তাই যদি হলো তোমার শাকিলা


২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।