বসন্ত ভিলা
- মোঃ মুসা (গাংচিল)

হৃদয়ে জেগেছে বসন্ত ভিলা,
মেতেছে রঙের প্রাণের শাকিলা,
বাতাসে বাতাসে ছুটে যায় ঢেউ
এই অপরূপ কোথায় রাখিলা......


একি ভালোবাসা নাকি অনন্ত
পৃথিবীর নব উদ্যান,
শত শতাব্দি অপেক্ষা করে
দিয়ে গেছে এই ফুলে ফুলে ঘ্রাণ।

গাছের মাথায় চিকুরের দুলে
কোথায় কুকিল কোথায় মাখিলা,
একি বসন্ত এই শুধু নাম
আমার হৃদয়ে প্রাণের শাকিলা।


২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।