আমরা আজ কতো বড়!
- মুহাম্মাদ শরিফ হোসাইন

আমরা আজ কতো বড়!
খেলাঃ মুক্ত বৃষ্টিতে অবাধ্য বালকের ফুটো ফুটবলে সজোরে লাথি
দর্শকঃ গ্রিলবন্দী কিছু বালকের হাতে তালি।
দেখি দেখি সরো সরো!

আমরা আজ কতো বড়!
বিলম্বঃ সেসময়ে ছিল হয়তো আবেগের রোদে কিছু বেকার প্রলোভন
ফলঃ ভেবে পেয়েছি আজ তাদের অভ্যর্থনায় করুনা ছিল নিদারুন।
দর্শকঃ ফোঁস ফোঁস ফণীমনসা তোমরা মরো মরো।

এবং আমরা আজ কতো বড়!
কতো বোস নেই,বোধ এক কনা বা এক রত্তি
ভাবে না জামাল,আজকাল মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি।
স্মরে না কেও সাত্তার সেই,যে আনলো বিমানের ধাতু সংকর
গন্ধে আকুল করো উড়ে যাও হে অংকুর।
আতাউল আজও জেগে থাকে,ধরতে চাক্ষুষ গননার হিসেব-নিকেশ
মাকসুদকেও তাই পাঠীয়ে দিয়েছি কোন অজানা ভূতের দেশ।
এসো এসো আমি ফিরছি ঘরে ভাবনা নিয়ে ভর ভর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।