মন বদলায় কে?
- মোঃ মুসা (গাংচিল)

মন বদলানো সস্তা স্বভাব এক জীবনেই যার,
ভালোতো মানুষ একজনে বাসে বদলাবে কত আর।

মন বদলায় মনের মানুষ আমার বেলায় নাই,
বদলাতে দ্যাখো মনের বাহিরে ভেতরে শূন্যতাই।

পাওয়ার মাঝে আনন্দ আছে হারানোর আছে ব্যাথা
হেরে যাব শুধু বুঝেতে পেরেছি মন বদলাই নাই।

শতরূপে আমি শতবার তাকে ভালোবেসে তাকে যাই
পাবার স্বপ্নে যে রকম ছিল না পেয়ে ভিন্নতাই।

হারিয়ে যখন ভালোবাসি তাকে দূর থেকে শুধু বসে
বেদনা কাতরে আত্নীয় হীনা হৃদয় আমার ধসে।

কপালের দোষ বড় সংকোচ
যোগ্যতা ঠেকে গেছে,
দূর থেকে একা স্মরণ করেছি
অচেনার পাদ দেশে।

হবে না জেনেও ভালোবেসে যাই
হারানোর ভয়ে আজো ভয় পাই,
পাবো না জেনেও তবু তাকে চাই


২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।