নেশা গ্রস্থ যুবক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নেশা গ্রস্থ যুবক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৫-২০২৪ ইং
*********************
একজন নেশা গ্রস্থ যুবক কখনো বুঝে না,
সম্মুখে তার কত ব্যাথা, কত পথ অচেনা!

সে রচে বিষাদের কবিতা, বিরহের গল্প;
সে হারায় যুদ্ধ বিজয়ের দৃঢ় সংকল্প ।
সে হয় অভিশপ্ত প্রাণ গোধূলী রবির মত,
রাত্রি ডেকে আনে দূর্গে দিবাকরে সতত।

স্বর্গিয় পূর্ণিমা ঢেকে যায় মাদকের মেঘে,
অস্থি মজ্জায় তুমুল ঝড় উঠে মৃত্যুর আগে।
নেশা গ্রস্থ যুবক যে শক্তিহীনা ভঙ্গুর প্রাণ,
সে কভু গাইতে পারে না যুদ্ধ জয়ের গান।

নেশাগ্রস্থ যুবক পথ হারায় নিত্যনতুন সাজে,
অভিশাপের পতাকা উড়ায় দিবা কিংবা সাঁঝে।
-------------------------------------


২১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।