মানবের মুক্তি রাহে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মানবের মুক্তি রাহে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২২-০৫-২০২৪ ইং
*********************
সংঘবদ্ধ জাগো রে জাগো পৃথিবীর প্রাণ,
সম্মুখ এসে করে যাও মানবিক কল্যাণ।
জাগো রে জাগো অবরুদ্ধ, উঠ রে যত,
মুছে দাও জগতের অশ্রুজল ভাগ্যহত।
গর্জে উঠ জুলমের বিরুদ্ধে বজ্র হানি
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও আড্ডাখানি।
সংঘবদ্ধ জাগো রে জাগো নির্ভ্য়-দুর্বার।
কল্লা ধরে ধ্বংস কর ওইসব ব্যভিচার!
ওইসব অনিষ্ট অশুর কারা!
ওহে মানবিক প্রাণ তুমি নও সর্বহারা।
সংঘবদ্ধ জাগো রে জাগো হে পালোয়ান,
মানবের মুক্তি রাহে তুল হে নবজাগরণ।
-----------------------------------
২২-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।