জাগরণী সংঘ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জাগরণী সংঘ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২২-০৫-২০২৪ ইং
*********************
একটি স্বপ্নের ভিত্তিরে পূঁজি করে,
যোদ্ধা তার বিজয় দেখে যুদ্ধের সমরে।
নব প্রভাতে নব সূর্যের যে আমন্ত্রণ,
পৃথিবী জানিয়েছে তারে অভিনন্দন।
শোন হে মানব, শোন হে সোনালী তপন,
চারিদিকে ছড়িয়ে দাও মানবতার কিরণ!
ওই দেখ জাগরণী সংঘ তোমাদের মাঝ,
জন কল্যাণে ঐক্যবদ্ধ ডেকে যাচ্ছে আজ।
এসো হে তার তাবু তলে সংহতি করে,
তুল হে মুক্তির শ্লোগান বজ্র স্বরে স্বরে।
তারুণ্যের উদ্দীপনে জাগরণী সংঘ বরুণ গ্রামে,
মানব কল্যাণে খুলিছে ডানা এই ধরাধামে।
-------------------------------------
২২-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।