ধৈর্যের দুয়ার
- রবিউল ইসলাম রাতুল
আমি ধৈর্যের দুয়ার দিয়েছি খুলে
যার আছে যা বলার
যত তৃক্ততা আছে স্বয়ের গলার
আমি নির্দ্বিধায় গ্রহণ করে নিব দেহকূলে।
আমি সবার অন্তঃআত্মার সুখের শ্রমিক
ক্লেশ-শ্লেষের ধারিনা ধার
আছি থাকবো খুশি মনে পাশে সবার
রবো হয়ে ধৈর্য নৌকার নাবিক।
আমার ধৈর্য আছে মনের গহীনে,
বাস্তবে সফলতার হবে হাতছানি
খুশি মনে ফেলবো চোখের পানি
পূর্ণতা পাক আমার প্রিয়জনের সঙ্গে কাহিনি।
মিটিমিটি তারার মাঝের চন্দ্র হয়ে আমি,
বাস্তবতায় ধৈর্য যে অনেক কঠিন,
নিজেকে আটকে রাখা যেন অপেক্ষাহীন,
জ্যোৎস্না যেন ছড়াই আমার জীবন নামক ধরণী।
© Robiul Islam Ratul
২৩-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।