সেরা
- আকতারুল ইসলাম
মানুষের নাম বুঝি সেরা হয়?
হবেই না কেন! যদি সে হয়
সেরাদের মাঝে সবচে সেরা।
কি পড়ালেখা, কি খেলাধুলা,
কার্ল মার্ক্স পড়ে কাটাত বেলা।
হয়েছিল সে মস্ত এক প্রকৌশলী
বুয়েটের ইট পাথরের দেয়াল
তাকে বানিয়েছে চির বিপ্লবী!
যারা কাপুরুষের মত বক্ষদেশে
পৈশাচিক চিত্তে লাথি মেরে বলে,
হারামজাদা, তোর বিপ্লব কোথায়?
তাদের রূহানী সন্তানরা শোনো,
সেরার পথে নির্ঘুম দিবা-রাত্রি
জেগে আছে শত সহস্র বিপ্লবী।
এবার আসুক কেউ তর্জনী উঁচিয়ে
বলুক আবারো, কই, কোথায় সে?
কোথায় সেই সিরাজ সিকদার?
আমি বলি, চেয়ে দেখো বাংলার
উদার পথ ঘাটে, উন্মুক্ত মাঠে।
চেয়ে আছে এক বিপ্লবী অবতার।
সেরাদের সেরা, বিপ্লবের প্রতীক
চির বিদ্রোহী বীর সিরাজ সিকদার।
( ২৩ মে ২০২৪, রংপুর)
২৩-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।