মাদক ছেলের মাতাল ত্রাসে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মাদক ছেলের মাতাল ত্রাসে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৫-২০২৪ ইং
*********************
চোখের জলে বুক ভাসে,
মাদক ছেলের মাতাল ত্রাসে।
সব হারায়ে পিতা- মাতা নতশিরে এই দেশে!
বুক ফাটে তো মুখ ফোটে না চোখের কোণে জল আসে।

নেশার ঘোরে প্রভাত ঊষা -সন্ধ্যা- দুপুর- ভরে
ছুটছে ছেলে উম্মাদ বেশে পথে পথে ঘুরে।
মাদক সম্রাট তুলছে ঢেউ যৌবন জলের নদী,
অথৈ জলে ডুবছে তরী দেখত কেউ যদি !

মাদক ছেলের মাতাল ত্রাসে জাতির বুকে মরু,
কাঁপছে বঙ্গের সোনার তরী ফুলের কানন তরু।
যুবক দেখে মৃত্যু তুফান ছলছে জীবন ভাটি,
নেশা গ্রস্থ জাতির উষা না খুঁজে পায় মাটি।
----------------------------------------


২৩-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।