হে ক্রিকেটার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে ক্রিকেটার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৫-০৫-২০২৪ ইং
******************************
বাজে ক্রিকেট খেলে ডুবালি দেশের তরী,
এই লজ্জা কারে বলি হায় মরি -মরি- মরি!
আর কত নত শিরে ফিরব ওগো বাড়ী ?
তোদের কি আছে দেশ প্রেম হে কান্ডারী।

ওরে এতো তামাশা করিস কেমন করি !,
ওরে হৃদয় ভেঙ্গে চলেছিস কোন পথ ধরি ?
তোদের এই ছেলে খেলা হেলা ফেলা
মনে হয় যেন দুষ্ট শয়তানের চ্যালা।

তোরা ক্রিকেটার, তোরা এই মায়ের সন্তান
লাল- সবুজ তোদের দিয়েছে অনেক সম্মান।
কেন আঠারো কোটি জনতাকে করিস অপমান ?
হে ক্রিকেটার আর কবে গাইবি যুদ্ধ জয়ের গান ?
-----------------------------------------------


২৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।