আর দেখা-দেখি না হোক
- নাহিদ সরদার

মৃতমুখ স্থায়িত্বের অসুখ পুষে রাখে মনে
অদেখাতে প্রসারতা নেই অথবা পরিবর্তন
একবার যেমন দেখেছিলাম তেমন - ঠিকঠাক
অই যে জ্যান্ত কাঠগোলাপ আর
জৈষ্ঠের আলাপন বহুত তবিয়তে আছে
দিব্যি প্রথম নজরে ভালো লাগা যেন-

মৃত মুখের মতো মুখ অদেখা থাক

চোখতে আর কোনো দেখা- দেখি না হোক।


২৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।