জীবন যে ফুরিয়ে যাচ্ছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জীবন যে ফুরিয়ে যাচ্ছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৪-০৫-২০২৪ ইং
******************************
জানো কি কখন আসবে মৃত্যুর পরোয়ানা?
কেউ তো জানো সেই খবর ষোল আনা ।

শরীরের ভাঁজে চিহ্নগুলো জাগিছে নিরবধি,
জীর্ণ- শীর্ণ- ক্লান্তর দিকে হেলিছে তবু যদি
হুশ ফিরে আসত স্পন্দিত নদীর বাঁকে বাঁকে
নশ্বরে ছুটিত না মানুষ অশুরের শাখে শাখে!

খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে শরীরের উম্মাদনা,
প্রাণের তরঙ্গে তরঙ্গে গোধূলীর আনাগোনা।
কোথাও ঠাঁই নেই, জয় নেই তবু ডুবিয়া মরি,
ওরে কিসের মোহে পৃথিবীরে আঁকড়ে ধরি?

এখনি সময় ফিরে এসো চির মুক্তির সন্ধানে-
জীবন যে ফুরিয়ে যাচ্ছে দিন কাল গুনে গুনে।
-----------------------------------------


২৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।