তোমার অপেক্ষায়
- ফয়েজ উল্লাহ রবি
ভুল করে না ইচ্ছে করে ভুলে গেছো ছিলো যা স্মরণে,
মনে কি আর পড়ে না গো? হারার দলে রাখোনি বরণে।
এতো প্রিয় ছিলাম আমি বলতে যে তা গর্ব করে,
আজ কেনো যে কি হয়েছে? রাখোনি আর মনে ধরে।
ভুলেই গেছো মনে হয় সব! স্মৃতির কান্না ঝরে,
তুমি ছাড়া এই আমি যে ধূসর পৃথিবী ভরে।
অমাবস্যার আঁধার কেনো অন্ধকার আজ এই নগরী,
ফিরে এসো মনের ঘরে তোমার জন্য সাজবে ধরণী।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
২১ বৈশাখ ১৪২০, ০৪ মে ২০১৩
২৫-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।