সারা জীবন
- ফয়েজ উল্লাহ রবি

সারা জীবন বাস স্টেশনের দাঁড়িয়ে থাকতে পারবো
সেই প্রিয় চেয়ারে বসে অপেক্ষারত!
দু’চোখে অপলক চেয়ে নিদারুণ ব্যর্থতায় মিলিয়ে যাবো।
জানি তুমি আসবে না কখনো ফিরে,
সবুজ কামিজ সাদা সালোয়ার, হাতে বই চোখে স্বপ্ন নিয়ে
কখনো তুমি আর আসবে না ফিরে।
পথের বাঁকে শেওলা পড়ে, ঘাস ফুলে সব ভরবে যে মাঠ,
মনের ঘরে মরীচিকা ভুল মানুষের অহমিকা।
একটু হেসে করতে যে দূর যতো দুঃখ বেদনা-বিধুর!
শুধুই আমার জন্য তোমার- এই আসা এই যাওয়া সকল,
বলতে আমায় হাজার বারে বাসবে ভালো জীবন ধরে।
ভালোবাসা শুধুই আমি; আমি ছাড়া অন্ধকার তোমার ধরণী!
অথচ আজ একাই তুমি সাজাও তোমার সেই ধরণী।
স্বপ্ন আমার করতে চুরি চালাও বুকে লোহার ছুরি।
কারো ঘরের আনতে আলো দাও ঠেলে দাও আমায় কালো!
বাজাও বাঁশি নিত্য নতুন সুরে-সুরে,
তাই বলে কি ঠেলে যে দাও এতোটাই এই অনেক দূরে
যেখান থেকে হবেনা আর ফিরে আসা।

প্রিয় সে পথ-
দুর্বাঘাসে সূর্যরশ্মি পড়ে না যে তুমি হাঁটবে না তাই বলে!
মনের কোণে স্মৃতির বহর ভাবায় আমার প্রতি লগন,
স্বপ্নের ঐ বন্দরে কি আর পড়বে না আর কোন নোঙর!
ফিরে এসো বুকের ঘরে এইতো তোমারই অন্তর!

সেই যে কবে হারিয়ে গেছো, আমার বাসরে আর নাই বা বাঁচ!
পৃথিবী আজ ভিন্ন যেনো তুমিও যে অন্য রকম
নেই অধিকার কোন আকার, তুমি আছো তোমার মতো
সাজালে যে সুখের স্বর্গ রঙ্গীন ঐ ভুবন,
মধুর ভালোবাসায় তুমি দেখো যে স্বপন ।
আসবে না আর খুঁজতে কিংবা আমায় কভু বুঝতে!
কেমন আছো কতো বাঁচ? সেই খবরটা দিও,
মাঝে-মাঝে না হয় ভুলে আমার খবর নিও।

সোমবার, কুমিল্লা
১১ বৈশাখ ১৪১২, ২৫ এপ্রিল ২০০৫


২৫-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।