ওরা কতটা লাজহীন হলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওরা কতটা লাজহীন হলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৫-০৫-২০২৪ ইং
******************************
ওরে কবে পাব স্বপ্ন রথের দেখা ?
আজ যে রাজনীতি চুমেছে ক্রিকেটের রেখা।

যে বাঘের গর্জন দেখেছি পৃথিবীর মাঠে মাঠে
সে আজ লেজ গুটিয়ে বিরহ ব্যদনার ঘাটে।
কি তুচ্ছ তাচ্ছুল্য ! কি তামাশা! ওদের!
কি নগন্য ! মেরুদন্ডহীন ক্রমান্নয়ে বিস্তর!

ক্রিকেটের ভিতরে ঘোমটা পড়া রাজনীতি !
ওদের অন্তরে নেই লাল সবুজের কোন প্রীতি।
ওরা কতটা লাজহীন হলে এমন ভূয়া!
শুধু পূরণ হয় ওদের চাওয়া-পাওয়া-

ক্রিকেটের রতি-মহারথিরা দুষ্টরে চুমি,
জাতির স্বপ্নরে ধবংস করিছে বিশ্ব ভূমি।
----------------------------------------


২৫-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।