আমারই রবে
- ফয়েজ উল্লাহ রবি
তোমার আকাশে আমি উজ্জ্বল নক্ষত্র হবো,
থাকবো মিশে হৃদয় মাঝে, তোমার বুকের গভীর সাজে,
তুমি-আমি একাকার এই, চিরদিনের সঙ্গী থাকবো যে সেই।
তোমার হৃদয় বসত গড়ে থাকবো তোমার মনের ঘরে
অবাক হয়ে দেখবে তুমি আছি মিশে তোমার যতো আরাধনায়।
পারবে না আর ভুলতে আমায় পারবে না আর ছাড়তে,
তোমার সকল ভাবনা জুড়ে দেবো না তো ভুলতে।
তুমি আমার শাশ্বত প্রেম শুধুই তুমি আমারই যে রবে,
সারা জীবন তোমার পূজা তোমার কথাই হবে।
শনিবার, কলাবাগান বাজার, কুমিল্লা
০১ আষাঢ় ১৪১১, ১৮ সেপ্টেম্বর ২০০৪
২৫-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।