বেশি ভালোবাসা যায় না
- ফয়েজ উল্লাহ রবি
নদীতে আর চাও না থাকতে তুমি সমুদ্র ই খোঁজ,
মাটিতে নয় আকাশে পা, অট্টালিকা বোঝ।
যতো টা হয় বাসছি ভালো
এর চেয়ে বেশি আর ভালোবাসা যান না।
যতোটুকু সম্ভব ছিলো যতোটুকু ক্ষমতা,
এর চেয়ে আর বেশি কেমন করে দেখাই মমতা।
আমিও তো মাটির মানুষ রক্তে মাংসে বহতা
আমারও মন কাঁদে-হাসে কষ্ট শেষে ভালোবাসে,
যতো এর চেয়ে বেশি ভালোবাসা যায় না।
তুমি খোঁজ মুক্ত আকাশ যেখানে থাকবে না পাখিও,
একাই তুমি স্বর্গ সুখে; বাঁধতে যা চাও ঘরের রাখি।
একা তো আর ভোগ বিলাসে সুখের দেখা মিলে না,
কতো কিছু চাও যে তুমি আঙ্খাকার নেই অন্ত,
তিলে-তিলে জীবন ক্ষয়ে হয়েছি বেশ ক্লান্ত,
তবুও তুমি হওনি যে আর শান্ত। যতোই আমি হই না প্রশান্ত
এর চেয়ে বেশি ভালোবাসা হয়না, কোথাও পাওয়া যায় না।।
রবিবার, কলাবাগান বাজার, কুমিল্লা
০৫ বৈশাখ ১৪১১, ১৮ এপ্রিল ২০০৪
২৫-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।