যমুনা সুখেই জল বয়
- আলমগীর সরকার লিটন
যমুনার সাথে কখন দেখা হয়-
মনে নেই- যত দূর মনে পরে
বর্ষার দিন, আকাশে ঘন মেঘ
আর মেঘ; এক দিন যমুনার
জল ছুঁই ! কি টলমল ভাবনা
আমাকে ডুবে মারবে অথচ
যমুনা ভুলেই গেছে, আমার
লাজুক চঞ্চলতার দু’চোখ কিংবা
দল ছুট দুরন্তপনার বিকাল
যমুনা সুখেই জল বয়- জল।
২৭-৫-২৪
২৭-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।