লোক দেখানো কোরবানি ( সম্পাদিত)
- ফাইয়াজ ইসলাম ফাহিম
লোক দেখানো কোরবানি করলে
হবে কি পাপের মুক্তি,
লোক দেখানো কোরবানি করে
স্রষ্টা কে কেন দেখাও মিছে ভক্তি?
হালাল টাকার পশু কিনে
কোরবানি করো,
রান,কলিজা ফ্রিজে রেখে
লোক দেখানো কোরবানি ছাড়ো।
কোরবানি করো স্রষ্টার সন্তুষ্টির জন্য
লোক দেখানো কোরবানি নয়!
সঠিক ভাবে গোশত বিলি করো
গরীব-দুঃখীদের আহার নিয়ে করো না নয়-ছয়।
২৮-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।