বুক পকেটেই কষ্ট গুলো-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
গাঙ্গের জলে নৌকা ভাসে চোখের জলে আগুন,
বুক পকেটেই কষ্টেরা আজ বাড়ছে যে দিন দ্বিগুণ।।
হারানো সেই স্মৃতিগুলো কাঁদে মনের গভীর,
মাঝে-মাঝে সুরে-সুরে ছড়ায় সুখের আবীর।
নেচে গেয়ে হাসি মুখে জাগে মনে ফাল্গুন।।ঐ
আকাশ কাঁদে চাঁদ ও কাঁদে যায়না দেখা তারা,
দুঃখ গুলো ভুলে গিয়ে -হই যে আত্মহারা।।
সেই যে তুমি চলে গেলে আসলে না আর ফিরে,
খুঁজছি তোমায় সকাল-বিকাল হাজার লোকের ভিড়ে।।
কেঁদে-কেঁদে কাটছে বেলা কেউ বলে না জাগুন।।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৪ ফাল্গুন ১৪৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
ছন্দ: স্বরবৃত্ত
২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।