=রাজকন্যা=গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
কোন এক নির্জন ও রাতে থাকবে বসে পাশে,
তোমার কোমল প্রেমের ছোঁয়ায় রেখো ভালোবেসে।।
ভালো বেসেছি রাজকন্যা হৃদয় উজাড় করে,
তবু শুধুই আঘাত দিলে কেনো যতন করে ।।
মিষ্টি হেসে আসবে তুমি বসে আছি সে আশে।
ভালোবাসার বিনিময় কী পাবো ভাবিনি কোন দিন,
নিঃস্ব আমি শূন্য জানি বাড়ছে শুধু জীবনের ঋণ ।।
তোমায় ভালোবেসে হেরেছি পৃথিবী কিছুই নেই আমার কাছে ।।
হিসেবের খাতায় মিলে না অংক শুধুই গরমিল,
এতো কিছু সবই কি মিছে হয়না কী মনে পিল ।।
জানি আমি জানি কাঁদবে রাণী তখনো পাবে পাশে।।
শনিবার, কুমিল্লা
২১ পৌষ ১৪০৭, ০৬ জানুয়ারি ২০০১
ছন্দ: স্বরবৃত্ত
২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।