সেইতো দূরে থাকে-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

কার জন্য এই কাঁদে যে মন কারে মনে রাখে,
যার তরে সব ভুলে যে ঘর সেই তো দূরে থাকে।

ভালোবাসা দিয়েছি যে উজাড় করে সব,
নীরবে সে দূরে গেছে ভুলে কলরব।
রোজ মিলে তার দেখা এই জীবনের বাঁকে।।

সব নিয়ে সে শূন্য করে ভাঙ্গলো সুখের ঘর,
এক নিমেষে করে দিলো আমায় যে সে পর।।
আসমান আমার কালো মেঘ উড়ে ঝাঁকে ঝাঁকে।।

শনিবার, কুমিল্লা
০৮ মাঘ ১৪১১, ২২ জানুয়ারি ২০০৫

ছন্দ: স্বরবৃত্ত


২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।