মেঘের নামে চিঠি-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

পেতে দেখা প্রাণের সখা আড়াল কেনো রাখো,
মনে ঘরে বসত গড়ে কেমনে দূরে থাকো ।।

মেঘের নামে চিঠি দিয়ে - নিয়েছি তোমার খবর,
ভালো আছো মেঘের পরে সুখের আসে নতুন বর।
আড়াল থেকেই দেখে-দেখে ভালোবাসায় মাখো।।

গোলাপ ঝরে কাঁটা ধরে স্বপ্নরা কেঁদে মরে,
পাতা ঝরা ফাগুনে ফুল ফুটেনা শূন্য ঘরে।।
আড়াল থেকেই দেখে-শোনে ভালোবাসায় মাখো।।

ছন্দ: স্বরবৃত্ত


২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।