তুমি না থাকলে-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
তুমি না থাকলে আকাশ থাকেনা নীল, মেঘে ঢাকা কালো,
মন খারাপের দলে একেলা আমি কিছুই লাগে না ভালো।।
তোমার শূন্যতা আমায় ভাবায় সকাল-সন্ধ্যা-রাতে,
ভালো লাগে না কোন কিছুই যখন তুমি থাকো না সাথে।
ভেবেছি তোমার হরিণী চোখে স্বপ্ন বুনে কাটবে আমার বেলা,
চলে যাও রেখে যাও আমায় যখন একা পাই না আর সুখের দেখা।
তোমার শূন্যতা আমায় ভাবায় সকাল-সন্ধ্যা-রাতে,
ভালো লাগে না কোন কিছুই যখন তুমি থাকো না সাথে।
তোমার শূন্যতায় পাখি ভুলে গেছে সুর, সূর্যের রশ্মিতে নেই যেনো নূর,
ভোরের শিশির ঝরে না দূর্বাঘাসে, রুক্ষ সকাল তুমি যখন থাক দূর।
(তুমি না থাকলে-কবিতার কিছু অংশ)
ছন্দ: স্বরবৃত্ত https://www.youtube.com/watch?v=xBHr6l974ew&ab_channel=KazisWorkstation
২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।